ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:২০ পিএম

পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীতে অস্ত্রের ভয় দেখিয়ে মাছ ব্যবসায়ীকে জিম্মি করে ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ১৭ জানুয়ারি থানায় মামলার পর একজন ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া ৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

ওসি মো. সবজেল হোসেন জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী সোহেল রানা (৩৫) গত বছরের ১৪ ডিসেম্বর ব্যবসার জন্য মোটরসাইকেল যোগে পাইকগাছায় আসার পথে হরিঢালী ইউপির মামুদকাটি শিকদার মোড়ে পৌছালে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি সোহেলের গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে পার্শবর্তী একটি বাড়িতে আটকে রেখে নগদ ৩২ হাজার বিকাশ থেকে ১৩ হাজার মিলিয়ে মোট ৪৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।

পুলিশ উন্নত প্রযুক্তি ও বিকাশের সুত্র ধরে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে তৈয়বুর রহমান বাবু (২২) কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার নিকট থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যহত রয়েছে। শনিবার বিকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরবি/জেডআর

Link copied!