এনজিও সংস্থা আশা শুধু ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধন করছে না, বরং সামাজিক দায়বদ্ধতার আওতায় শিক্ষা ও স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া, আশা তাদের সদস্যদের মৃত্যু হলে দাফন-কাফনের জন্য ৫ হাজার টাকা প্রদান করে থাকে।
আজ সোমবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দেন আশা চট্টগ্রাম ডিভিশনের ম্যানেজার এমএম নফিজ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম বলেন, "আশা প্রথম থেকেই মেহনতী মানুষের সেবা করে আসছে। আশা তার শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে মানুষকে সফলতার পথ দেখাচ্ছে। আমি তাদের কার্যক্রমকে গ্রামে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।"
এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. নজরুল ইসলামের সঞ্চালনায় ও এমএম নফিজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি।
এসময় জানানো হয়, আশা চট্টগ্রাম বিভাগে বর্তমানে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩০১৮ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে, যার মোট ঋণ স্থিতি ১ হাজার ৪৮২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আশা ২ হাজার ৬০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এছাড়া, আশা চট্টগ্রাম বিভাগে ৯০৯টি কেন্দ্রে ২৩,৭৩৭ জন শিক্ষার্থী নিয়ে `আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ` কার্যক্রম পরিচালনা করছে এবং ৫টি স্বাস্থ্যকেন্দ্রে ৯,৭৯৭ জন রোগী সেবা গ্রহণ করছেন। ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ৮,০৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
আপনার মতামত লিখুন :