ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

বিদেশি পিস্তলসহ গৃহবধূ ডিবির জালে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০২:০৫ পিএম

বিদেশি পিস্তলসহ গৃহবধূ ডিবির জালে

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক গৃহবধূকে আটক করেছ (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজু আক্তার হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশী পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে বিদেশী পিস্তলসহ তার স্ত্রী সাজুকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে ঘর থেকে অস্ত্র উদ্ধার ও জুয়েলের স্ত্রী সাজুকে আটক করা হয়। 

আরবি/জেডআর

Link copied!