ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

ভোলায় বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৬:৪৭ পিএম

ভোলায় বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে পরিত্যক্ত একটি নসিমন গাড়ি (ভুটভুটি) থেকে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার জনতা বাজার এলাকা থেকে যৌথবাহিনী এসব শাড়ি-কাপড় জব্দ করে। বুধবার সকালে নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের জনতা বাজার এলাকা থেকে পরিত্যক্ত একটি নসিমন গাড়ি থেকে সাড়ে আট বস্তা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি অবৈধ শাড়ি জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা। পরে এসব শাড়ি চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়।

আরবি/এইচএম

Link copied!