ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

পীরগঞ্জে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ১০:০৯ পিএম

পীরগঞ্জে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও  প্রতিনিধি: "জেগে উঠো ঠাকুরগাঁওবাসী, সবার মুখে ফুটবে হাসি" এই শ্লোগানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগন্জ পূর্ব চৌরাস্তায় ঠাকুরগাঁও চিরন্তন ব্যানারে ছাত্র-জনতা ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এই মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ইস্তেশাম উল হক মিম, সেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর বাবলুর রশিদ,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও চিরন্তনের শাহ আলম স্নেহ, আসাদুজ্জামান শাহ, নাফিউল ইসলাম এলিন, মেহেরাব আলী লিটন, আলমগীর হোসেন, রবি খান প্রমুখ।

বক্তারা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক, দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আরবি/জেডআর

Link copied!