নড়াইলে ভূয়া মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকুসহ জেলার অন্যান্য অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকৃত মুকিযোদ্ধা ছাত্র ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-যুদ্ধকালীন কমান্ডার শাইদুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মোল্যা, মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান, মুক্তিযোদ্ধা রুনু হোসেন, এইচ এম সিরাজ। এছাড়া আরও বক্তব্য দেন, সাংবাদিক জহির ঠাকুর, জিয়াউর রহমান জামী, হাফিজুল নিলু, তানজির হোসেন ও ছাত্র প্রতিনিধি নাসিম উদ্দিন সাকিব প্রমূখ। এসময় বক্তারা নড়াইলে মুক্তিযোদ্ধা পরিচয় দানকারী ক্ষমতা অপব্যবহারকারী এনামূল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আহবান জানান। মুক্তিযোদ্ধারা দেশের সকল ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল এবং তাদের অর্জিত রাস্ট্রীয় ভাতা ও অন্যান্য সুযোগ ফেরত প্রদানের দাবী জানান।
মানববন্ধনে শেষে জেলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধারা এ দাবী পেশ করেন।
আপনার মতামত লিখুন :