নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন ওবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় অনেক মানুষকে চাকরি দিয়েছেন। বহু মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিগত স্বৈরাচার হাসিনা সরকার ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে।
উল্লেখ্য, বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ২০০৭ সাল থেকে কারাগারে। ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তাকে ফাঁসির আসামি করা হয়।
বক্তব্য রাখেন, আলমগীর হোসেন, মজনু মিয়া, তোফাজ্জল হোসেন, শুকুমিয়া, লিটন মিয়া, এমার হোসেন, আব্দুল মুসা সাগর, ফরিদুল, রিয়াজ , বাবুল মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :