ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৪:৩৩ পিএম

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে  বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ডা. আতিয়ার রহমান, মনোরঞ্জন বাড়ৈসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

বক্তারা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর উপর হামলাকারীদের শাস্তি দাবী করেন।

 

আরবি/জেডআর

Link copied!