সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভ্যানচালকের জমি ও টাকা ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৭:৩২ পিএম

ভ্যানচালকের জমি ও টাকা ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

সালথায় ভ্যানচালকের জমি দখল ও টাকা ছিনতাইকারী শাজাহান ও খোকন মোল্যা গংদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গ্রামবাসীর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ সেপ্টেম্বর ) বিকাল ৫ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নাওড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রায় ৫ শতাধিক পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আটঘর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মো. লতিফ মোল্যা, সাবেক মেম্বার, সেলিম খান, মোকাদ্দেস মাতুব্বর, বাবর আলী, হাফেজ মোল্লা, তসিরউদ্দীন মাতুব্বর, ইউনুস মোল্যা ও ভুক্তভোগী ভ্যানচালক দুলাল মোল্যা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আসামিরা নিজেদের মাওলানা দাবিকরে অথচ তাদের চরিত্র খুবই জঘন্য বলেই তারা হতদরিদ্র অসহায় ভ্যানচালক দুলালের জমি জোরপূর্বক দখলকরে রেখেছে। জনপ্রতিনিধি হিসেবে এই অন্যায়ের প্রতিবাদ করায় আসামিরা  সহজ সরল নিরপরাধ দুই মেম্বারসহ দুলালের নামে আদালতে মিথ্যা চাদাবাজির মামলাকরে সিআইডির এক ঘুষখোর অফিসারকে ম্যানেজকরে আদালতে  মিথ্যা প্রতিবেদন দাখিলের মাধ্যমে জেলখাটিয়েছে। এরপর সন্ধ্যার পর দুলালের নানাবাড়ীর পাওনা জমি বিক্রিকরে বাড়ী ফেরার পথে দুলালের ওপর হামলা চালিয়ে তারকাছে থাকা ৪ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। বক্তারা আরও বলেন, উক্ত আসামিরা এরআগে কুষ্টিয়া চকের ফাকা রাস্তায় সংরক্ষিত মহিলা মেম্বারের ওপর পিস্তল ঠেকিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। মেম্বারের সাথে ভ্যানে অন্য দুই যাত্রী থাকায় সেদিন মেম্বার প্রাণেবেচে গেলেও তার গলায়থাকা স্বণের চেইন ছিঁড়ে নিয়ে মেম্বারকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আসামিরা আওয়ামীলীগের নেতাকর্মী হওয়ায় এবং অঠেল টাকা ঘুষবানিজ্যের বিনিময়ে পুলিশ আসামির পক্ষেই চার্জশিট জমা দেয়।

বক্তারা বলেন, আসামি সাজাহান প্রকাশ্যেই বলেছেন, দুলাল যদি তার ওই জমি ছেড়ে দিয়ে আমাদের কাছে এসে মাফচাই তাহলে ওর টাকা ফেরত দেব। নয়লে ওই টাকা সাংবাদিক ও পিবিআই পুলিশকে দিয়ে মামলা খেয়ে ফেলবো।

তারা বলেন, একজন ঈমানদার ব্যাক্তি কখনই এই ধরনের নোংরা কাজ করতে পারেনা।

মানববন্ধনে বক্তরা এই ভন্ড মুখোশধারী জালিমদের আসল চরিত্র উম্মোচন করে তাদের কঠিন শাস্তির আওতায় আনার উদাত্ত আহ্বান জানান।

আরবি/জেডআর

Link copied!