ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৯:৫১ পিএম

ঝালকাঠিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা এক দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝালকাঠি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে জেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করতে হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষকদের বেতন অত্যন্ত স্বল্প উল্লেখ করে তারা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় তারা ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।

দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক প্রতিক মজুমদার।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পিটিআইয়ের প্রশিক্ষণার্থী ও রাজাপুর উপজেলার ৭৭নং দক্ষিণ-পশ্চিম তারাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিক মজুমদার, ৯০নং পূর্ব বামন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিশির দাস, ১১৯ নং পশ্চিম গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলী আকবর।

আরবি/জেডআর

Link copied!