সিরাজগঞ্জে ব্যবসায়ী আশফাককে গলা টিপে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শোক র্যালি ও শান্তিপূর্ন মানববন্ধন করেছে নিহতের স্বজনরা ও এলাকাবাসী।
গতকাল (২৭ অক্টোবর) রবিবার সকালে সিরাজগঞ্জ কোর্ট চত্বর এলাকায় ব্যবসায়ী আশফাক হত্যার প্রতিবাদে এক মানবন্ধন বের করা হয়। মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট নিহতের স্বজনেরা স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছা পাড়া হাজী রহিম ফ্লাওয়ার মিলের পাশে পাওনা টাকা চাওয়ায় সিরাজগঞ্জে রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাক (৩৫) নামের এক ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সকাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে নিহতের স্বজন ও স্থানীয়রা। নিহত আশফাক পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার হাজী আব্দুর রহিমের ছেলে।
মানববন্ধনে নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে আমাদের ফ্লাওয়ার মিল থেকে একই এলাকায় এঞ্জেল ফুডস্ নামে বিস্কুট কারখানার মালিক ময়দা নিতো। এরই ধারাবাহিকতায় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার বাকি হয়। এই পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে কারখানার মলিক ও শ্রমিকেরা। পরে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় ওই ফ্যাক্টরির থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মানববন্ধনে নিহত আশফাকের স্বজনরা, এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :