ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

স্বস্তির বাজার চালু করল গণঅধিকার পরিষদ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৪:১৮ পিএম

স্বস্তির বাজার চালু করল গণঅধিকার পরিষদ

ছবি: রূপালী বাংলাদেশ

গণমানুষের জীবনযাত্রার খরচ কমাতে ও তাদের পাশে দাঁড়াতে গণঅধিকার পরিষদ বেনাপোলের পুকুর পাড় মসজিদের সামনে চালু করেছে "স্বস্তির বাজার"। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শার্শা উপজেলা শাখার পরিচালনায় এই বিশেষ বাজারে বিনা লাভে কাঁচা তরি-তরকারি ও সবজি বিক্রি করা হচ্ছে।

আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক ইকবাল, সহ-ভূমি ও পূর্ণবাসন সম্পাদক এবিএম আশিকুর রহমান , যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ মানব অধিকার বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শান্ত এবং ছাত্র অধিকার পরিষদ যশোরের সহ-সভাপতি রাসেল মাহমুদ,  সাবেক সহ-সভাপতি মো. সাজিদুর রহমান শিপু, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী । এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ শার্শা উপজেলা শাখার নেতা- কর্মীবৃন্দ।

এলাকার একজন ক্রেতা বলেন, “এই স্বস্তির বাজার আমাদের অনেক সাহায্য করবে, কারণ এখানে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি।” আরও একজন বলেন, “অধিকাংশ মানুষই এখানে আসতে পারবে এবং কিছুটা হলেও নিজেদের খরচ কমাতে পারবে।”

মো. আশিক ইকবাল তার বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের জন্য এই বাজার ছোট হলেও স্বস্তি এনে দেবে, যা তাদের জীবনে বড় ভূমিকা রাখবে। বর্তমানে বাজারে গেলে জনমানুষের  কৃষকরা ২/৩ মাস ধরে তাদের সময়, শ্রম ও অর্থ  দিয়ে সবজি উৎপাদন করে যে দাম পায় তার থেকে দ্বিগুন তিনগুন লাভ করে মধ্যাসত্বভোগীরা। যাদেরকে আমরা সিন্ডিকেট নামে চিনি। এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ এই উদ্যোগ নিয়েছে। 


 

আরবি/জেডআর

Link copied!