মানুষ মানুষের জন্য, আমাদের অধিকার,আমাদের ভবিষ্যৎ এখনই, এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস পালন ও আলোচনা সভা ও শীত বস্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর মানবাধিকার কমিশন গজারিয়া কার্যালয়ে উক্ত দিবস পালন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এস এম নাসির উদ্দিন এর সঞ্চালনায় মুন্সীগঞ্জ জেলাশাখার নির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন উপস্থিত ছিল।সকলের উপস্থিতিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পথযাত্রা ও আন্দোলন র্যালী অনুষ্ঠিত হয়। র্যালি শেষে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসহাক আলী, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম মাসুম, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব আব্দুল রহমান সফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ ফারুক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, হোসেন্দি ইউনিয়ন বিএনপি নেতা মুমিন মৃধা প্রমূখ।
আপনার মতামত লিখুন :