ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সিলেটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৯:৩৯ পিএম

সিলেটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটে র‌্যাব-৯ এর অভিযানে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার দ্বারীখেল গ্রামের সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও কালা মিয়ার স্ত্রী সলিমা বেগম (২৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর রাত ৩টা ২০ মিনিটির সময় সিলেটের গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!