নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে ইঁদুর মারার ট্যাবলেট সেবনে রফিকুল ইসলাম দেওয়ান (৪৫) আত্মহত্যা করেছেন। রোববার (২২ ডিসেম্বর) এ ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করেন।
মৃত রফিকুল দেওয়ান উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মৃত সায়েদ আলী দেওয়ানের ছেলে এবং জোনাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য শেফালী খাতুনের স্বামী।
নিহতের স্বজনরা জানান, রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে রফিকুল দেওয়ান সবার অজান্তে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে স্বজনরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রাতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :