ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০২:৫০ পিএম

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৩

ছবি: রূপালী বাংলাদেশ

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার(৫ জানুয়ারি) রাতে জেলার ছয়ঘরিয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার মৃত রতন ঘোষের মেয়ে ত্রিপ্তি ঘোষ (২০), হারান বিশ্বাসের ছেলে বাবলা বিস্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগজ্ঞ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

সোমবার (৬ জানুয়ারি) সকালে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক। তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারেন ছয়ঘরিয়া এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাবে।  এ  সংবাদ পেয়ে কালিয়ানী বিজিবির নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তিন জনকে আটক করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ ভারতে প্রবেশের কথা স্বীকার করে।

তিনি আরও জানান, পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। 

আরবি/জেআই

Link copied!