নাটোরের সিংড়ার শেরকোল-পাঁচবাড়িয়া খালে আ.লীগ নেতাদের ইটভাটার অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ইউএনও মাজহারুল ইসলামের নেতৃত্বে ভেকু দিয়ে খালের অবৈধ বাঁধগুলো অপসারণ করা হয়। এছাড়াও ওই খালের বাকি বাঁধগুলো অপসারণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ইউএনও। বাঁধ অপসারণে শেরকোল এলাকার বিলের প্রায় ৫০০ একর কৃষি জমির জলাবদ্ধার নিরসন হবে বলে দাবি করছেন কৃষকরা।
জানা গেছে, উপজেলার শেরকোল ও পাঁচবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথের খালে ইটভাটা মালিক উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস, সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী, আওয়ামী লীগ নেতা লিটন আলী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী দোকানসহ স্থাপনা নির্মানে বাঁধ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। ফলে শেরকোল পাঁচবাড়িয়া, আগপাড়া, মাঝপাড়া, খাগোরবাড়িয়া, মাদারীগ্রামের প্রায় ৫০০ একর ফসলী জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রায় কয়েকশ কৃষকের রবিশস্য ও বোরো ধান
চাষাবাদ বিঘ্নিত হচ্ছিল।
কৃষকদের অভিযোগ, আ.লীগের প্রভাবশালী নেতাকর্মীরা খালের মাঝে মাঝে অবৈধ বাঁধ নির্মাণ করে ইটভাটা এবং ব্যবসা পরিচালনা করে আসছিলো। এক যুগেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছিল তারা। তিন ফসলী জমিতে এক ফসল চাষাবাদ হতো। প্রতি বছরই কৃষকরা ক্ষতিগ্রস্থ হলেও তাদের কথায় কেউ সাড়া দেয়নি। অবশেষে বাঁধগুলো অপসারণ শুরু করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের খালে অবৈধভাবে বাঁধ দিয়ে ভাটা মালিকরা তাদের ব্যবসা পরিচালনা করছিলেন। ফলে তিন ফসলী প্রায় ৫০০ একর জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে অবৈধ ভাটার সেই বাঁধগুলো অপসারণ করা হচ্ছে। প্রাকৃতিক খাল ও জলাশয়ের পানির প্রবাহ কেউ বাঁধাগ্রস্থ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :