ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

বেনাপোল রেললাইনের অবৈধ স্থাপনা ও বস্তিঘর উচ্ছেদ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৯:০৩ পিএম

বেনাপোল রেললাইনের অবৈধ স্থাপনা ও বস্তিঘর উচ্ছেদ

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোলে নতুন রেললাইন নির্মাণ কাজের জন্য রেললাইনের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা ও বস্তিঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে সহকারী প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বুধবারও অভিযান অব্যাহত থাকবে বলে বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ছোটআঁচড়া মোড় হতে ভবেরবেড় গ্রাম পর্যন্ত নতুন দুইটি এয়ারলাইন বসানোর জন্য নির্মাণ কাজ শুরু হয়েছে। সে কারণে রেলের জায়গার প্রয়োজনে রেললাইনের দুই পাশে হতে শত শত বস্তিঘর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে এ উচ্ছেদের কারণে দীর্ঘদিন ধরে যারা রেললাইনের পাশে বসবাস করতেন তাদের পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। অনেকে ছোট ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন।

বেনাপোল রেলওয়ে টিটি মাস্টার পারভীন আক্তার বলেন, গত দুই দিন ধরে নতুন এয়ারলাইনের কাজ করার জন্য ছোটআঁচড়া মোড় হতে ভবেরবেড় গ্রামের বড় মসজিদ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নতুন লাইনের নির্মাণ কাজ পেয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি।

তিনি আরও বলেন, যারা অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে ছিল তাদেরকে এক মাস আগেই নোটিশ দেওয়া ও মাইকিং করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!