নরসিংদীর পলাশের ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীর জুড়ে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। আজ শনিবার সকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন বিভাগ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিন নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃ জিয়াউর রহমান, উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, মোঃ রেজাউল করিম ও ঘোড়াশাল নদী বন্দরের উপ পরিচালক মোঃ নূর হোসেন।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানায়, ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। এসব স্থাপনা সড়িয়ে নিতে গত ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়। টানা ৪ দিন এই অভিযান চলবে বলেও জানান কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :