গজারিয়ায় ভবেরচর বাজারের ইউনিয়ন ভূমি অফিসের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার ৯ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জের উপজেলার ভবেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে প্রায় ৭টি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি মো: মামুন শরীফ এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং ভূমি অফিস সংশ্লিষ্টরা।
ভবেরচর বাজারে দুইটি দলীয় অফিসে মধ্যে আওয়ামী লীগের অফিস ভেকু দিয়ে গুরিয়ে দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন এর অনেক রিকোয়েস্টের বিএনপির অফিস আগামী দুইদিন সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হবে।
এছাড়া বাজারের সরকারি জায়গায় দখল করে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করে আসছে তাদেরকেও নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মামুন শরীফ বলেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এ আজকে ভবেরচর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা রক্ষার্থে অভিযান চালানো হয়।
ভবেরচর ইউনিয়ন ভূমি অফিসের সরকারি জায়গা দখল করে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিলো। যথাযথ আইন মেনে প্রায় ৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে ২৫ শতাংশ সরকারি জায়গা দখল মুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, গজারিয়া উপজেলার যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :