ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সোনারগাঁয়ে চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

মাজহারুল ইসলাম, সোনারগাঁ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৯:৩২ পিএম

সোনারগাঁয়ে চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক শাকিল মন্ডল জানান, পৌর এলাকার নোয়াইল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে একটি চক্র চুনা কারখানা চালিয়ে আসছে। এতে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!