নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস। এসময় একাধিক অভিযানে ৯০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
রোববার ১৯ জানুয়ারি তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মোঃ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে পাঁচটি ভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।
অভিযানকারী দল ফতুল্লার মডার্ন হাউজিং এলাকায় ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে, যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ৬টি সংযোগ কিলিং করা হয়। এ সময় প্রায় ৪০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত হাউজিং থেকে ৩/৪" ব্যাস প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে তা জব্দ করা হয়েছে।
এছাড়া মডার্ন হাউজিংয়ের পাশে একজন গ্রাহকের অনুমোদিত ৮টি ডাবল চুলার স্থলে ২৮টি ডাবল চুলা অবৈধভাবে লাইন টেনে ব্যবহার করায় তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত গ্রাহককে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
অভিযানের অংশ হিসেবে এর আগে অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহারের কারণে বিচ্ছিন্নকৃত গ্রাহক মেসার্স নিউট টপ টেক্সটাইল বিডি লিমিটেডের গ্যাস সংযোগটি কন্ট্রোল ভাল্ব থেকে কর্তন করে কিল করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৫৯টি শিল্প, ৯৫টি বাণিজ্যিক ও ১৯,৪১১টি আবাসিকসহ মোট ১৯,৬৬৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৫,৯২০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ৯৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :