বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৬:৩২ পিএম

অবৈধ ইলিশ বিক্রিতে বাধা, বাবা ও ছেলের ওপর জেলেদের হামলা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৬:৩২ পিএম

অবৈধ ইলিশ বিক্রিতে বাধা, বাবা ও ছেলের ওপর জেলেদের হামলা

ছবি: রূপালী বাংলাদেশ

বিষখালী নদী থেকে অবৈধভাবে ইলিশ আহরণ করে স্হানীয় ভাবে বাজারজাত করার প্রতিবাদ করায় বাবা ও ছেলের ওপর হামলা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলার রূপধন এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান সত্যতা স্বীকার করেছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজার সমিতির সভাপতি জালাল আহমেদ পহলান ও তার ছেলে জহিরুল ইসলাম পহলান। এর মধ্যে জহিরুল ইসলামের আঘাত মারাত্মক। এদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এস কে সোহেল খান জানান, রুপধন কাটাখালী এলাকার জেলে নাজমুল খা, নান্নু খা ও জাহাঙ্গীর খাঁ সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে প্রায়ই তারা ইলিশ মাছ ধরে বিক্রি করে।

গতকাল বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্যে কাটাখালী বাজারে মাছ বিক্রি করতে আসলে জহিরুল ইসলাম তপু তাদেরকে নিষেধ করে। এসময় জেলে নাজমুল গং তপুর সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় এবং দেখে নিবে বলে হুমকি প্রদান করে।

শুক্রবার সকাল দশটার সময় বাবা জালাল উদ্দিন ও তপু পার্শ্ববর্তী কালমেঘা ইউনিয়নের কামারহাট বাজারে গরু ক্রয়ের জন্য মোটরসাইকেল যোগে যাওয়ার সময় রুপধন এলাকায় পৌছলে তপুকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে প্রতিপক্ষরা। ইট তপুর মাথায় লেগে মারাত্মক জখম হয় এবং মোটরসাইকেল নিয়ে বাবা ও ছেলে পড়ে যায়। 

মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে নাজমুল গং তাদের হাতিয়ে গরু কেনার জন্য সঙ্গে থাকা টাকা তারা হাতিয়ে নিয়ে যায়। পরে স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে স্হানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এব্যাপারে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, আহত জালাল উদ্দিন ও তপু আহত অবস্থায় পাথরঘাটা থানা এসেছিল মৌখিক অভিযোগ জানাতে। তাদের মধ্যে তপুর মাথায় বড় রকমের আঘাত ছিল। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

আরবি/জেডআর

Link copied!