বগুড়ার ধুনটে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন খাল থেকে যেন চলছে বালু উত্তোলনের মহোৎসব। কোথাও দিনে আবার কোথাও রাতের বেলা চলছে বালু উত্তোলন। কোন ভাবেই যেন থামছে না অবৈধ ভাবে বালু উত্তোলনের এই রমরমা ব্যবসা।
সরজমিনে দেখা যায়, উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের পশ্চিমপাড়া এলাকার মাছরাঙ্গা নামক খালে বালু উত্তোলন করে আসছে সুলতান মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী। সে ওই গ্রামের পাইকার পাড়া এলাকার রুস্তম মিয়ার ছেলে। বিষয়টি নিয়ে জানতে চাইলে স্থানীয় অনেকেই মুখ খুলতে রাজি হয়নি। তবে অনেকে বলেছে স্থানীয় এলাকার লোক বালু তুলছে এখানে প্রতিবাদ করার কিছু নেই। বিষয়টি প্রশাসন অবগত আছে কিনা এমন প্রশ্নে স্থানীয় অনেকে বলেছে মূলত বালু ব্যবসায়ীরা প্রশাসন কে ম্যানেজ করেই নাকি তারা বালু উত্তোলন করে থাকে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে একাধিকবার বিভিন্ন মাধ্যমে অবহিত করা হলেও অজ্ঞাত কারণে নেওয়া হচ্ছে না কোনো আইনি ব্যবস্থা।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান জানান, বিষয়টি অবগত আছি। খোঁজ খবর নিয়ে জেনেছি সেখানে বালু উত্তোলন করা হচ্ছে না। নদী বা খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। যদি কেউ অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :