সাগর মোহনা বলেশ্বর নদীতে পাথরঘাটা উপজেলা মৎস বিভাগ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ ঘোপজাল ও খুটা অপসারণ করেছে। পোনা ইলিশ সহ নানান প্রজাতির পোনামাছ সংরক্ষণে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।
প্রায় চার ঘন্টার অভিযানে ১,২০০টি খুটা অপসারণ করা হয়; জব্দ করা হয় বিপুল পরিমানে অবৈধ ঘোপজাল।
পাথরঘাটার সচেতন মহল বলছেন, বনের গাছ কেটে এসব খুটা তৈরি করায় বনের ঘনত্ব কমছে। বনবিভাগের উদাসীনতার পাশাপাশি অনৈতিকভাবে ম্যানেজ হওয়ার কথাও জানান তাঁরা।
মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় গত ১৫ দিনে ৮ টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১২ হাজার খুটা অপসারণের পাশাপাশি ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক জানান, গত ২২ দিনের অবরোধে মা মাছ ডিম ছেড়েছে নির্বিঘ্নে। বিশেষ করে বরগুনা জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কঠোর অভিযান পরিচালনা করায় অবরোধ সফল হয়েছে। ফলে এবছর সাগর ও নদীতে মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। মাছের পোনা নিধনে এক শ্রেণির অসাধু জেলে অবৈধ ঘোপজাল ব্যবহার করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন, যে কোন ধরণের অবৈধ জাল ও ট্রলিং ট্রলারে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :