বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পরামর্শমূলক নানা আলোচনা করেন বক্তারা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার সহকারি সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম রাজু।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অফিসার কল্পনা রাণী রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শারমিন আকতার, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আব্দুল মতিন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা৷
অন্যদিকে নবাগত ইউএনও লায়লা আঞ্জুমান বানুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ইউপি সচিব আলমগীর কবির বাবু, সিদ্দিকুর রহমান, সোহেল রানা, আনোয়ার হোসেন, আব্দুল আজিজ প্রমূখ।
আপনার মতামত লিখুন :