বগুড়া জেলা যুব পরিষদের নয়া কমিটি গঠন করা হয়েছে। শওকত ইমরান সভাপতি ও রেদওয়ানুল ইসলাম আকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বগুড়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা যুব পরিষদের নির্বাহী ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আগামী ৩ বছরের জন্য ২১ সদস্যের এই কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন জাহেদুর রহমান। কোষাধ্যক্ষ জাহানুল হক এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হন ইসমাইল হোসেন সরকার।
কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব কমিটির সদস্য (বগুড়া) ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ডা. মামুনুর রশিদ, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সদস্য এসএ জাহিদসহ যুব সংগঠকরা।
আপনার মতামত লিখুন :