জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৪। বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে দল ও খেলোয়ার পরিচিতির মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন।
এবারের চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট ২৪ অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ টি দলের স্বত্বাধিকারীসহ চট্টগ্রাম মিডিয়ার শিল্পীরা এই আয়োজনে অংশ নেয়।
চট্টগ্রাম মিডিয়া ফেস্ট আয়োজক কমিটির প্রধান তানভীর হায়দার বলেন, প্রথম ও ২য় বার আয়োজনের পর চট্টগ্রাম শহরে এই টুর্নামেন্ট বেশ আলোড়ন সৃষ্টি করে তারই ধারাবাহিকতায় ৩য় বারের মত চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
এবার রেজিষ্ট্রেশনের জন্য ১৭২ জন আবেদন করলেও ১০২ জনকে নিয়ে ৮ টি দলে ভাগ করা হয়েছে বলে জানান তিনি।
এবারের টুর্নামেন্টে টাইটেল স্পন্সর রয়েছে মুন্নাস একাডেমি, পাওয়ার্ড বাই হিসেবে থাকছেন ফুডি।
আয়োজক কমিটির প্রধান তানভীর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার রাকিবুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব সাংবাদিক জাহিদুল ইসলাম কচি, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, ফারুক মনির, আশিক আরিফিন, এসএম পিন্টু, উদ্যোক্তা ওপেলিয়া চৌধুরী প্রমূখ।
আপনার মতামত লিখুন :