ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

প্রযুক্তির বিকাশে কম্পিউটার ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:০১ পিএম

প্রযুক্তির বিকাশে কম্পিউটার  ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জের পশ্চিম বাতাবাড়িয়া গ্রামের শিক্ষার্থী ও তরুণদের প্রযুক্তিগত মেধা বিকাশের লক্ষ্যে কম্পিউটার ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার পশ্চিম বাতাবাড়িয়া গ্রামে এ কম্পিউটার ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন এবং পুরষ্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোকিত পশ্চিম বাতাবাড়িয়া গ্রামের অন্যতম উপদেষ্টা ও লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, উপদেষ্টা বেঙ্গল গ্রুপের ডিজিএম হারুনুর রশিদ, উপদেষ্টা আবু দাউদ, দৈনিক নতুন সময় এর উপদেষ্টা এম.এস দোহা, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সহ-সভাপতি বাবু সুখেন সাহা, সাধারণ সম্পাদক আওরঙ্গ জেব খান রুবেল, লাকসাম প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, বইপ্রেমী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ, মনির হোসেন, শামীম, স্বপন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষিকা রুমা ও তৃষ্ণা।

বক্তারা বলেন, মনোহরগঞ্জের পশ্চিম বাতাবাড়িয়া একটি আলোকিত গ্রাম। এ গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার, স্বর্ণপদকপ্রাপ্ত জনপ্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন স্তরের গুণীজন রয়েছেন। তাদের সম্মিলিতি প্রচেষ্টায় গ্রামটি সাফল্যের পথে এগিয়ে চলেছে।

বক্তারা আরও বলেন, এলাকার গুণীজনদের আন্তরিক প্রচেষ্টায় এখানে ব্যতিক্রমধর্মী যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা লাকসাম-মনোহরগঞ্জে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এলাকার গুণীজনরা অন্তরালে থেকে এ প্রতিষ্ঠানকে সামগ্রিক সহযোগিতা করে নিরক্ষরমুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। আজ তাদের প্রচেষ্টায় কম্পিউটার ল্যাব (১০টি কম্পিউটার) যাত্রা শুরু করলো। এ কম্পিউটার ল্যাবের মাধ্যমে এলাকার শিক্ষার্থী ও তরুণরা ফ্রিল্যান্সিং সহ প্রযুক্তি জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

অনুষ্ঠানে কম্পিউটার ল্যাবের পাশে বিশিষ্টজনদের লেখা সম্বলিত ডিজিটাল ও শিক্ষার্থীদের হাতের লেখা সম্বলিত পৃথক দেয়ালিকা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পুরষ্কার বিতরণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!