ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

পটিয়া নিউরন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১২:৩৮ পিএম

পটিয়া নিউরন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় নিউরন হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার (প্রা.) লি. এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) পটিয়া নিউরন হসপিটাল মিলনায়তনে প্রতিষ্ঠানের পরিচালক কাজী সোহেলের সঞ্চালনায় এবং চেয়ারম্যান ডা. সরোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ভাইস- চেয়ারম্যান ও হাজী আবদুস সত্তার ফাউনেন্ডশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবুল বশর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, ডা. মীর  আহমেদ, ডা. নাজমা সিদ্দীকা সোমা, পরিচালক আনোয়ার হোসেন লিটন, মোজাহিদুল ইসলাম শামিম, ডা. জান্নাতুল ফেরদৌস লুবনা, ডা. মোহাম্মদ রাজিব উদ্দিন, ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দীকী, ডা.সৌমেন বড়ুয়া, ডা. মিনি বড়ুয়া, ডা. নাজিবুর রহমান খোকন, ব্যাবসায়ী নুরুল আলম, ডা. সুমেন মিত্র, ডা. শাহজানুল হক, পরিচালক শেখ বেলাল, মোহাম্মদ সোহেল, শেখ আহমেদ, শহিদুল ইসলাম মিন্টু, ডা. মোহাম্মদ নাছির, মো.  আবুল কালাম প্রমুখ।

এতে বক্তারা দক্ষিণ চট্টগ্রামে মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিউরন হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার (প্রা.) লি. গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে অঙ্গিকার ব্যক্ত 
করেন।

আরবি/জেডআর

Link copied!