"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিঠা উৎসব, তারুণ্য মেলা, বই মেলা, কারুশিল্প মেলা, Youth Fest, আন্তঃস্কুল চিত্রাংকন, রচনা ও কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, চারঘাট পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রঞ্জন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ।
পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, মৃত্তিকা মেলা, পাটপণ্য প্রদর্শনী, বই উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব সমাবেশ, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা নামে বেশ কয়েকটি স্টল নিয়ে তরুণ তরুণীরা অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। তারুণ্যের ভাবনা প্রকাশ করতে তারুণ্যের উৎসব এ অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে নানা রকম প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :