চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নে যাত্রা শুরু করেছে নতুন বিদ্যালয় পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়। শিক্ষার জন্য এসো, সেবার মাধ্যমে ছড়িয়ে পড়ো` এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ওকান উদ্দিন শাকিবের সঞ্চালনায় খোকন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কণ্ঠশিল্পী বাঁশখালীর কৃতীসন্তান রবি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফরুল আলম জহির, সোলতানুল আজিম চৌধুরী, ফেরদৌস আকতার, আবদু ছবুর, এম খাইনে আলম চৌধুরী, শাহাদাত, শামিম উল্লাহ আদিল, পলাশ কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিটি এলাকার জন্য আলোকবর্তিকা। একটি বিদ্যালয় সফলভাবে প্রতিষ্ঠা পেলে তা যুগ-যুগান্তরের স্বাক্ষী হয়ে বেঁচে থাকে। আদর্শ নাগরিক গড়ার জন্য আদর্শ প্রতিষ্ঠানের বিকল্প নেই। পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয় অত্র এলাকার তরুণ যুবা ও আপামর মানুষের স্বপ্ন পূরণের ভরসা হবে, ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :