দাম বাড়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে রাজশাহীর চারঘাটের কৃষকদের। তীব্র শীত আর ঘনকুয়াশা উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে সারাদিন পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। পেঁয়াজ উত্তোলন ও বাজারজাত করতে শত শত শ্রমিক কাজ করছেন।
শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠ থেকে পেঁয়াজ উঠাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মাঠে-মাঠে সবাই সারিবদ্ধ ভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত পেঁয়াজের জমিতে বসে পেঁয়াজ তুলছে। এবার পেঁয়াজের দাম ভালো হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে। অন্য সব ফসলের পাশাপাশি পেঁয়াজ চাষের প্রতি গুরুত্ব দিচ্ছেন চাষিরা।
পেঁয়াজ চাষিরা জানান, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বীজের বাজার একটু বেশি চড়া ছিল। পেঁয়াজের যে দাম আছে সেটা না থাকলে পেঁয়াজ চাষ করে লাভবান হওয়া মুশকিল হয়ে পড়বে চাষিদের। কারন অন্যান্য দ্রব্য ও সার কিটনাশক ঔষুধের দাম আগের চেয়ে বেশি হয়েছে বলে তাঁরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুন হাসান বলেন, উপজেলায় এবার ৯৭০ হেক্টর জমিতে পেঁয়াজ হচ্ছে। পেঁয়াজের ফলন ভালো হওয়ায় পেঁয়াজের চাহিদা অনেক বেশি বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :