ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
মাওলানা গাজী আতাউর রহমান

বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে ভারতের নাক গলানোর অধিকার নাই

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৭:২৫ পিএম

বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে  ভারতের নাক গলানোর অধিকার নাই

ছবি: রূপালী বাংলাদেশ

গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে বাংলাদেশকে ভারত নিজেদের দাস বানিয়ে রাখতে চেয়েছিল। ২৪-এর গণঅভ্যুথ্যান পরবর্তী বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ অনেকটা বিলীন হয়ে যাচ্ছে। ফলে ভারত বাংলাদেশের বিষয়ে বিভিন্ন ধরণের উস্কানিমূলক বক্তব্য প্রদান করছে। যা বাংলাদেশের বিষয়ে ভারতের সম্পূর্ণ অনধিকার চর্চা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে ভারতের নাক গলানোর অধিকার নাই। ভারতের মনে রাখতে হবে এখন বাংলাদেশে তাদের তাবেদার সরকার নাই। এদেশ কিভাবে পরিচালিত হবে তা এদেশের জনগণ নির্ধারণ করবে। ভারতের অনুগত হয়ে বাংলাদেশ চলবে না।

১৪ জানুয়ারি সন্ধ্যায় লাকসাম মডেল মসজিদ মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত জেলা সমেলন‍‍`২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথি আরো বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে সকলেই এদেশের মানুষের মৌলিক অধিকার পুরণে ব্যর্থ হয়েছে। বরং তাঁরা এদেশের মানুষের উপর জুলুম করেছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। তাই এদেশের মানুষ এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। এমতাবস্থায় স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশের সকল ক্রান্তিকালীন সময়ে ছাত্ররাই দেশ ও মানবতার পক্ষে জোরালো ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর স্বৈরাচার পতন এবং সর্বশেষ ২৪-এর গণঅভ্যুথ্যানসহ সকল আন্দোলন-সংগ্রামেই ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

জেলা সভাপতি মুহাম্মাদ শাহাদাত হোসাইন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সস্পাদক আলহাজ্ব সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা নূরুদ্দীন হামিদী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান। উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আল-হেলাল মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি নেছার উদ্দিন সুমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি জাহিদ আল মামুন, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুন্নবী ইমন ও সংগঠনের জেলা ও থানা শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ২০২৫ সেশনের সভাপতি হিসেবে সালাহুদ্দীন শিহাব, সহ-সভাপতি হিসেবে নূরে আলম ও সাধারণ সম্পাদক হিসেবে এনায়েতুল্লাহ সুজনের নাম ঘোষণা করেন।

আরবি/জেডআর

Link copied!