ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১১:০৯ এএম

ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

ফেনীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৮০০ টাকার মূল্যের চোরাচালান জব্দ করেছে (৪ -বিজিবি) ফেনী ব্যাটলিয়ন সদস্যরা। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি-কাপড়, চিনি এবং ওষুধ। এসব  পণ্যগুলো অবৈধ পথে দেশে আনার সময় জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে আটক করা হয়।    

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  দুপুরে বিজিবির ফেনীর ব্যাটলিয়ন সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানায়, সীমান্ত দিয়ে চোরাই পথে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি-কাপড় পাচার হয়ে বাংলাদেশের বিতরে প্রবেশ করবে এমন তথ্য সংবাদের ভিত্তিতে বিজিবির স্থানীয় ব্যাটলিন অধিনায়ক টহল দল নিয়ে বুধবার দিবাগত রাতে কৌশলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় জৈনক লোককে সাথে নিয়ে সেখানে খায়রুল নামে এক ব্যাক্তির পরিত্যক্ত ঘর তল্লাশী করে ৫ হাজার ৮৯০ কেজি চিনি, ১৮ বস্তা শাড়ি-কাপড় এবং বাড়ির পিছনে বাগানের মধ্যে ২৮বস্তাসহ মোট ৪৬ বস্তা শাড়ি-কাপড় উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।

একইদিন ভোরে জেলার পরশুরাম উপজেলার সুবারবাজার বিওপির  নিয়মিত টহল দল সীমান্ত পিার হতে প্রায় ৮০০ থেকে ৯০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তুলাতুলী এলাকায় অবৈধ ১ হাজার ৪শত ২০ কৌটা HEALTH FIT ওষুধ,  ৫ শ ৩০ কৌটা GOOD HEATH আটক করতে সক্ষম হয়।এর মূল্য রয়েছে ৭ লাখ ৭ হাজার ৩শত টাকা।

একই সময় ফুলগাজী  উপজেলার ফেনা পস্কুরুনী নামক স্থান থেকে ২ লাখ ৩২ হাজার টাকার অবৈধ ২ বস্তা শাড়ি জব্দ করে।

এর আগে বুধবার সন্ধার দিকে  মধুগ্রাম বিওপি চোরাচালান প্রতিরোধ টহল অভিযান চালিয়ে ভারতের সিমানা পিলার হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাগলনাইয়া উপজেলার সেক্রেটারি বাগান নামক স্থানে ৪ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করেছে। এর আনুমানিক মূল্য ২০ লাখ ২ হাজার টাকা।

এ বিষয় বিজিবি ফেনী-৪ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসনে জানান, চোরাচালান প্রতিরোধ করতে সীমান্তবর্তী এলাকায় তৎপরতা অব্যাহত আছে। জব্দকৃত চোরাই মালামাল স্থানীয় শুল্ক  অফিসে জমা করা হয়। 
 

আরবি/জেআই

Link copied!