ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরায় আড়াই লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৯:১৯ পিএম

সাতক্ষীরায় আড়াই লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার (২২ডিসেম্বর) বিষয়টি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) লে. কর্নেল মো. আশরাফুল হক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনস্থ মাদরা বিওপির একটি দল রেজারঘাট ও কালিবাড়ি নামক স্থান ১০০-১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। ওই স্থান তল্লাশী করে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওয়ুধ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আরবি/ এইচএম

Link copied!