সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে ৪৫০০ পিস ভারতীয় ইয়াবা, ২৩ বোতল মদ, ৪০ বোতল ফেনসিডিলসহ ২১ লাখ ৫৩ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে সাতক্ষীরার পদ্মশাখরা ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি। বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েকেড়াগাছি থেকে ৪৫০০ ইয়াবা, ২৩ বোতল ভারতীয় মদ, ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়।
এছাড়া পদ্মশাখরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরা থেকে ৫২,৫০০ টাকা মূল্যের ভারতীয় বোরখা, তলুইগাছা থেকে ৫,৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়া কাদপুর থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার ভারতীয় মালামালের মূল্য ২১ লাখ ৫৩ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :