ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

গাবতলীতে স্ট্রিট লাইট স্থাপন, ব্যয় দেড় কোটি টাকা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০২:৩১ পিএম

গাবতলীতে স্ট্রিট লাইট স্থাপন, ব্যয় দেড় কোটি টাকা

ছবি : রূপালী বাংলাদেশ

দিন শেষে অন্ধকার নামলেই আলোকিত হবে বগুড়ার গাবতলী পৌর শহর। সেখানে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সন্ধ্যার পর প্রতিটি সড়কে এই ল্যাম্প স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে এবং সকাল হলেই বন্ধ হয়ে যাবে। এতে ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা।

বগুড়ার গাবতলী পৌরসভা এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপনে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা। তিনি জানান, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়নে ১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় হচ্ছে।

রোববার (১৩ অক্টোবর) সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়াজ মেহেদী, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাইম ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু প্রমুখ।

আরবি/ এইচএম

Link copied!