ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রাহমান মঞ্জু, যুগ্ম সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নির্বাহী সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্যে বক্তারা বলেন, এবি পার্টি দেশের মানুষের কল্যানে কাজ করবে। বাংলাদেশকে একটি কল্যান রাস্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দেশের গণমানুষের রাজনীতি করবে এবি পার্টি। ফেনীর অধিকাংশ মানুষ প্রবাসে বসবাস করে জীবিকা নির্বাহ করে থাকে। সে প্রবাসীদের মধ্যে অনেকে বিদেশে মৃত্যুবরন করে। মৃত প্রবাসী ভাই বোনদের লাশ দেশে ফেরাতে নানা জটিলতা ও হয়রানির শিকার হতে হয় স্বজনদের। এসব জটিলতা কেন হবে? এবি পার্টির রাজনীতি হবে রাস্ট্রের মানুষের কল্যাণে হবে।
তারা বলেন, ফেনীতে প্রায় আড়াই লাখ মানুষ প্রবাসে আছেন। প্রবাসীদেরকে মিথ্যা মামলা, জায়গা জমি দখলসহ বিভিন্ন হয়রানি করা হয়। অথচ তাদের মাধ্যমে দেশে অর্থনীতি বড় ভুমিকা রাখেন। তাই ফেনী জেলায় এবি পার্টি প্রবাসীদের জন্য কাজ করে যাবে। এছাড়াও বাংলাদেশকে একটি কল্যান রাস্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ভূমিকা রাখবে এবিপার্টি বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
এদিকে বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :