ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বেতাগীতে জেলা প্রশাসকের মত বিনিময়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০২:১৭ এএম

বেতাগীতে জেলা প্রশাসকের মত বিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বেতাগীতে সুধিজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদারের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তিতা করেন, প্রধান অতিথি বরগুনা জেলা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পিযুষ কান্তি দে, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, সাবেক পৌর মেয়র মো. শাহজাহান কবির, অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মাহমুদ হাসান, বেতাগী উপজেলা বিএনপি‍‍`র সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বেতাগী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শাহীন, উপজেলা বিএনপি‍‍`র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ‍‍`র উপজেলা সভাপতি মাওলানা মো. ইউসুফ, সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেতাগী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি হোসেন আলী সিপাহী।

সভায় নতুন যোগদানকৃত বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন,‍‍` কর্মকর্তা কর্মচারিদের তাদের দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং জবাব দিহিতা থাকতে হবে। যে কেউ ঘুষ দুর্নীতি করতে পারবে না। 

এছাড়া আরো বলেন সনাতন সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা কো হবে।‍‍`

আরবি/জেডআর

Link copied!