ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সমাজের নাগরিকের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৮:৫৮ পিএম

সমাজের নাগরিকের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

ছবি, সংগৃহীত

হাসপাতালের সাধারণ নাগরিকেরা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে  সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত ও সেবা পাওয়ার সমস্যার সম্মুখীন সমাধানে করণীয় বিষয় নিয়ে মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানন্নোয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ১ নং মহালছড়ি  ইউনিয়নের সম্মেলন কক্ষে  ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ এর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারং কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি অংপ্রু মারমা, সমাজকর্মী শ্রীমতি গৌরীমালা ত্রিপুরা, সমাজ সেবিকা ভূমিকা ত্রিপুরা প্রুমখ।

সভায় জাবারং কল্যাণ সমিতির প্রোগ্রাম কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা’র সঞ্চালনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য মোঃ মনছুর আলম, আফরোজা আক্তার, মহালছড়ি ইউনিয়নের সদস্যবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় সমসাময়িক বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের অনিয়ম, কমিউনিটি ক্লিনিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়সহ বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করা হয়। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণে কিভাবে সেবা দেওয়া সম্ভব এবং বাংলাদেশ হেলথ ওয়াচ কিভাবে জনকল্যাণে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন তা তুলে ধরা হয়।

আরবি/এস

Link copied!