ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সুদ-ঘুষের বয়ান, ইমামকে চাকরি ছাড়তে বলল পুলিশ কর্মকর্তা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৫:৩০ পিএম

সুদ-ঘুষের বয়ান, ইমামকে চাকরি ছাড়তে বলল পুলিশ কর্মকর্তা

ছবি: রূপালী বাংলাদেশ

মসজিদে জুমার বয়ানে সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় এক ইমামকে চাকরি ছাড়তে বলা হয়েছে। এমন অভিযোগে ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আওয়াল। ফরিদগঞ্জ থানায় গত ২৩ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি আনাছ আমিনী।

লিখিত অভিযোগে মসজিদের সহ-সভাপতি ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান শাহীন চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার দাবি, নতুন ইমাম নিয়োগ দেওয়ার জন্যই তাকে চলে যেতে বলা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত আড়াই বছর ওই মসজিদে খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মাওলানা আব্দুল আউয়াল।

সম্প্রতি তিনি শুক্রবার জুমার নামাজের আগে বয়ানে সুদ-ঘুষ, বেপর্দা, হারাম উপার্জনের বিরুদ্ধে আলোচনা করার পর থেকেই মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পুলিশ কর্মকর্তা ইমরান শাহীন চৌধুরী, সদস্য ফিরোজসহ তাদের সমর্থকরা ইমামকে মসজিদ থেকে চলে গিয়ে অন্য জায়গায় চাকরি খোঁজার কথা বলেন।

থানায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগকারী ও অভিযুক্তের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরবি/এইচএম

Link copied!