মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন কালকিনি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বি এম হেমায়েত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বাবু হরিপদ দাসসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা মাধ্যমিক ও প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক মাধ্যমিক শিক্ষার্থী`রা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :