‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ খন্দকার এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দীপক কুন্ডু, উপজেলা সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিট এর স্টেশন লিডার কহির উদ্দিন দেওয়ান প্রমুখ।
পরে ফায়ার সার্ভিস এর পক্ষ হতে অগ্নি নির্বাপনের পদ্ধতির ওপর মহড়া প্রদর্শন করা হয়।
আপনার মতামত লিখুন :