ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

লাকসামস্থ নাঙ্গলকোট উপজেলা ফোরামের পরিচিতি সভা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৫:৩৫ পিএম

লাকসামস্থ নাঙ্গলকোট উপজেলা ফোরামের পরিচিতি সভা

ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লার লাকসামে বসবাসকারী নাঙ্গলকোট উপজেলাবাসীর সংগঠন ‘লাকসামস্থ নাঙ্গলকোট উপজেলা ফোরাম’ এর উপদেষ্টা ও আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাত ৯টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সমাজ সেবক আবু ইউসুফ কোম্পানীর সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ফোরামের আহবায়ক আবুল হোসেন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোজাম্মেল খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন সরকার, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল, লাকসাম জংশন স্টেশনের কেবিন মাস্টার ইকবাল হোসেন, ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজের শিক্ষক আজিম উদ্দিন মাকসুদ, রেলওয়ের পরিচালক ওমর ফারুক লিটন, সাপ্তাহিক সময়ের দর্পণ নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, মাস্টার শাহজাহান ভুঁইয়া, মাইনুদ্দিন শরীফ, আব্দুল মোমিন প্রমূখ। এ সময় লাকসামে বসবাসকারী নাঙ্গলকোট উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নাঙ্গলকোটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চাকরি, ব্যবসা, সন্তানদের পড়ালেখাসহ নানাবিধ কারণে লাকসামে অবস্থান করেন। তাদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার প্রত্যয়ে ‘লাকসামস্থ নাঙ্গলকোট উপজেলা ফোরাম’ গঠন করা হয়েছে। সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনের উদ্যোগে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। 

সভায় ফোরাম এর সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়ন, পারিবারিক বনভোজন, ঈদ পুনর্মিলনী, সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।


 

আরবি/জেডআর

Link copied!