ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি শুক্রবার একদিনের বেসরকারি সফরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসেন। উল্লাপাড়া চক্ষু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে রাষ্ট্রদূত এখানে আসেন। তাঁর সঙ্গে তাঁর সহধর্মিনী জাহারা চাভোশিও ছিলেন। এই দম্পতী উল্লাপাড়া চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। পরে তাঁরা উল্লাপাড়া পৌর সভার কয়েকটি গ্রাম ঘুরে দেখেন। এ সময় গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষের সঙ্গে খোলা মেলা কথা বলেন তিনি। গ্রামে ঘোরার সময় রাষ্ট্রদূত দম্পতির সঙ্গে এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. ইকবাল হোসেন, ইউপিডি নোলোজিষ্ট ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালের ডাক্তার সামসাল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, উল্লাপাড়া চক্ষু হাসপাতালের এমডি জাহাঙ্গীর আলম ও উল্লাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোসলেম উদ্দিন, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মইনুল হোসাইন, একাত্তর টেলিভিশনের সাংবাদিক রায়হান আলীসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মানসুর চাভোশি উল্লাপাড়া উপজেলা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান তাকে উপজেলা মসজিদ চত্বরে স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত মানসুর চাভোশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ইরান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, উল্লাপাড়ায় গ্রামে ঘুরে তার খুব ভালো লেগেছে। শৈশবে গ্রামের স্মৃতিগুলো অনেক দিন পরে আজ আবার তার স্মৃতি পটে ভেসে উঠেছে।
আপনার মতামত লিখুন :