ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

হাজারী লেনের ঘটনায় সম্পৃক্ততার দায় অস্বীকার ইসকন নেতাদের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৩:৪৫ পিএম

হাজারী লেনের ঘটনায় সম্পৃক্ততার দায় অস্বীকার ইসকন নেতাদের

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের হাজারী লেনের ঘটনায় সম্পৃক্ততার দায় অস্বীকার করেছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) নেতারা।

আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর পুরান স্বামীবাগে ইসকন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দায় অস্বীকারের পাশাপাশি ওই ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি দেয়ার দাবি জানান ইসকন নেতারা।

সংবাদ সম্মেলনে ইসকন নেতারা বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজারী গলিতে হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের সবাইকে আগেই শৃঙ্খলাভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নেতারা বলেন, প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে সংগঠিত অপ্রতিকর ঘটনায় সনাতন ধর্মালম্বীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এজন্য, ধর্মীয় সম্প্রতি রক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবীও জানান ইসকন নেতারা।

আরবি/ এইচএম

Link copied!