সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কারে ভূষিত হয়েছেন। বুধবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান পিপি এম।
জানা গেছে, জাতিসংঘে শান্তিতে পদকপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন ২০২৪ সালের ৭ ডিসেম্বর জগন্নাথপুর থানায় যোগদানের পর থেকে তিনি থানা এলাকায় মাদক অভিযান এবং উদ্বার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখেন।
এরই প্রেক্ষিতে মাসিক কল্যাণ সভায় ডিসেম্বর মাসের মূল্যায়নে তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।
এদিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :