``আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই` এই স্লোগানকে সামনে রেখে হরিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন শাখার পক্ষ থেকে চালা বাজার ও দিয়াবাড়ী বাজার সহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে উল্লেখ করা হয়, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার মূলমন্ত্র ছিল ন্যায়-বিচার, মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা, শোষণ ও দুর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়া।স্বাধীনতার বিগত ৫৩ বছরে জাতির কাঙ্খিত প্রত্যাশা পুরণ হয়নি বরং দূর্ণীতি, শোষণ, জুলুম- নির্যাতন, খুন, রাহাজানি, মজুদ্দারি, কালোবাজারি, অর্থ পাচার, টেন্ডারবাজি মাদক জাতিকে গ্রাস করেছে। অর্থনৈতিক বৈষম্যের কারণে ধনী-দরিদ্রের মাঝে ব্যাপক ব্যবধান তৈরি হয়েছে। মানুষের মনগড়া আইন ও অসৎ লোকের শাসনই সকল বৈষম্যের মূল কারণ। তাই `আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই`।
এ সময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে বলেন, ২০২৪ এর জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার, ফ্যাসিবাদের পতনের পর শোষণ ও দূর্ণীতিমুক্ত দেশ গঠনের দার উন্মোচিত হয়েছে। এখন প্রয়োজন সকলে মিলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আত্মনিয়োগ করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই লক্ষ্য বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রচেষ্টায় শামিল হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করি।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি আলামিন হোসেন রূপালী বাংলাদেশকে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান শুধু সদস্য সংগ্রহের জন্য নয়, বরং ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার একটি পদক্ষেপ।
আপনার মতামত লিখুন :