ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

যুবদল কর্মী হত্যায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারে জামায়াতের প্রতিবাদ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৮:৫৬ পিএম

যুবদল কর্মী হত্যায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারে জামায়াতের প্রতিবাদ

ছবি: রূপালী বাংলাদেশ

পাথরঘাটায় যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও উপজেলা শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা আহুত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় গতকাল ১ জানুয়ারী একটা অনাকাঙ্খিত হত্যকান্ডের ঘটনা ঘটেছে। সেই হত্যাকান্ডটি দুটি পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে মো. নাসির নামে এক যুবদল কর্মী হত্যাকান্ডের শিকার হন। যার বাস্তব সাক্ষী এলাকাবাসী এবং পাথরঘাটার স্থানীয় সংবাদকর্মীগণ। কিন্তু পাথরঘাটার একটি রাজনৈতিক দলের কিছু কর্মী ও নেতৃবৃন্দ সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যে জামায়াতে ইসলামের অগ্রগতিকে বাধাগ্রস্থ করার জন্য এই হত্যাকান্ডটি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেওয়ার ঘৃণ্য চেষ্টা করছে।

তিনি আরো বলেন, প্রশাসনের দায়িত্বশীল পর্যায়ের কেউ কেউ বিষয়টি নিয়ে যাচাই বাছাই ছাড়াই উক্ত রাজনৈতিক দলটির নেতাকর্মীদের চাপিয়ে দেয়া অভিযোগের সাথে সুর মিলিয়ে আগাম ধারণা প্রকাশ করছেন। প্রশাসনের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন একটি অপরাধ সম্পর্কে তদন্ত ছাড়াই ধারণা প্রকাশ করা তাঁদের দায়িত্ব ও পেশাদারিত্বের পরিপন্থি ও বিধি লঙ্ঘনের শামিল।

অন্যদিকে উক্ত রাজনৈতিক দলের কয়েকটি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কিছু নেতাকর্মীদের মিডিয়া ও সামাজিক মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে তা কেবল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয় বরং স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের দীর্ঘ সহযাত্রীদের প্রতি চরম অকৃতজ্ঞতার শামিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সুশৃঙ্খল শান্তিকামী সংগঠন। আমরা কোন সহিংসতা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তাই আপনাদের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানাতে চাই, এই হত্যাকান্ডের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোন নেতা কর্মী জড়িত নয়।

জামায়াত নেতৃবৃন্দ বলেন,  একটা দুর্বৃত্ত শ্রেণি এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা থানা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মো. রাকিব হাসানকে হত্যার উদ্দেশ্যে ঘৃণা ও ন্যাক্কারজনক হামলা করেছে। শিবির সভাপতি মো. রাকিব হাসান সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নেতৃবৃন্দ পাথরঘাটা তথা বরগুনার সর্বস্তরের জনগণকে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি এই ঘৃন্য হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের স্বার্থে নিরপেক্ষ ভূমিকা পালনসহ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

আরবি/জেডআর

Link copied!